Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকআমেরিকার রাস্তায় প্রায় ৭ লাখ গৃহহীন মানুষ

আমেরিকার রাস্তায় প্রায় ৭ লাখ গৃহহীন মানুষ

জয় বাংলাদেশ : মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাপকাঠিতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পর্যায়ে উন্নীত হয়েছে।

দেশটির ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের হিসাব অনুসারে, এ বছর দেশে আগের বছরের তুলনায় গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে প্রতি একশো জনে ১০ জন অথ্যাৎ ১০ শতাংশ ।

২৫০টির ও বেশি গৃহহীনদেন নিয়ে কাজ করে এমন সংস্থা থেকে পাওয়া ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কমপক্ষে সাড়ে পাঁচ লাখ গৃহহীন লোক গণনা করা হয়েছে। যা গত বছরের প্রতিবেদনের চেয়ে ১০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের শহর ও গ্রাম পর্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়।

এই যে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে এর অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ৬ লাখ ৫৩ হাজার গৃহহীন মানুষের যে পূর্বানুমান করেছিল সম্ভবত তা ছাড়িয়ে যাবে। ২০০৭ সাল থেকে সরকার এই ধরনের তথ্য শেয়ার করা শুরু করার পর এটিই সর্বোচ্চ সংখ্যা। গৃহহীন মানুষের সংখ্যার চূড়ান্ত অনুমান নির্ভর করবে নিউইয়র্ক সিটির মতো এলাকার তথ্যের উপর ভিত্তি করে। অথচ সেখান থেকে এখনো রিপোর্ট করা হয়নি। ২০২৩ সালে যেকোনো শহরের চেয়ে নিউইয়র্কের জনসংখ্যা ছিল সর্বাধিক। টেক্সাস থেকে শিকাগো ও ডেনভারের মতো বিভিন্ন শহরে বাসে করে পাঠানো অভিবাসীরা সাম্প্রতিক গৃহহীনতা বৃদ্ধিতে অবদান রাখছে। নিউইয়র্কেও গত বছর বিপুল সংখ্যক অভিবাসী এসেছেন, যারা এই সংখ্যা বৃদ্ধি করছে। যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সাম্প্রতিক গণনাগুলোর বেশিরভাগই জানুয়ারিতে পরিচালিত হয়। এর কিছুদিন আগেই সেখানে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী সীমান্ত অতিক্রম করে আসে। পরবর্তী মাসগুলোতে দক্ষিণ সীমান্তে ক্রসিংয়ে বড় ধরনের হ্রাস পেয়েছে এবং জুন থেকে শিকাগো বা ডেনভারে কোনো অভিবাসী পাঠানো হয়নি।
দ্য জার্নাল উল্লেখ করেছে, শুধু অভিবাসীরাই প্রত্যাশিত রেকর্ড যোগ করছে তা নয়, মহামারি চলাকালীন সাহায্যের সমাপ্তির পর থেকে, বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধি মানুষকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে।
গৃহহীনের সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া শহরের মধ্যে রয়েছে সিয়াটল, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া ও মিয়ামি। শিকাগোতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। জানুয়ারিতে ডেনভারে গৃহহীন মানুষের সংখ্যা ৪২ শতাংশ বেড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের জিডিপির আকার ২৬ লাখ ৮৫ হাজার ৪০০ কোটি ডলার; জনগণের বার্ষিক মাথাপিছু আয় ৮০ হাজার ৩০ ডলার।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments