Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদইসির সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক, নজর রাখবে সহিংস পরিস্থিতির ওপর

ইসির সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক, নজর রাখবে সহিংস পরিস্থিতির ওপর

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এনডিআই ও আইআরইয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু প্রকাশ না করতে তারা (এনডিআই ও আইআরআই) অনুরোধ করেছে।

প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সরঞ্জাম কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি, সংখ্যালঘু এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকায় আসে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতিনিধিদলটি। তারা নির্বাচনকালীন সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে। এ ছাড়া প্রতিনিধিদল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments