Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএকই সঙ্গে দুই পর্দা ব্যবহার করা যায় যে ল্যাপটপে

একই সঙ্গে দুই পর্দা ব্যবহার করা যায় যে ল্যাপটপে

একই সঙ্গে একাধিক কাজ করার সুযোগ দিতে দু’টি ১৪ ইঞ্চি ওলেড পর্দাযুক্ত ল্যাপটপ তৈরি করেছে আসুস। আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ মডেলের ল্যাপটপটিতে থাকা পর্দাগুলো একসঙ্গে বা খুলে আলাদাভাবে ব্যবহার করা যায়। শিগগিরই ল্যাপটপটি দেশের বাজারে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছে আসুস বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বিল্ট-ইন কিকস্ট্যান্ড থাকায় ১২০ হার্টজের ওলেড টাচস্ক্রিন সুবিধার পর্দাগুলোর অবস্থান পরিবর্তন করে সহজেই ল্যাপটপটিকে ডুয়াল স্ক্রিন, ডেস্কটপ, ল্যাপটপ এবং শেয়ারিং মোডে ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ল্যাপটপটিতে ব্লু-টুথ কি-বোর্ডও রয়েছে। ফলে কি-বোর্ডটি ল্যাপটপ থেকে আলাদা করেও বিভিন্ন কাজ করা সম্ভব। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্বচ্ছন্দে ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন।

ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসরে চলা ল্যাপটপটিতে ৩২ গিগাবাইট র্যাম এবং ২ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। ২টি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১ ইন্টারফেস সুবিধার ল্যাপটপটিতে স্বচ্ছন্দে গেমও খেলা যায়। ১.৩৫ কেজি ওজনের ল্যাপটপটিতে ৭৫ ওয়াট ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments