জয় বাংলাদেশ :এখনই যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বিশেষ বাণিজ্য সুবিধা পাবে না বাংলাদেশ। দেশটির অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে অ্যামেরিকা বলেও জানান অর্থ উপদেষ্টা।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতির ধকল কাঁটিয়ে উঠতে নতুন করে প্রায় তিন হাজার কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক।
ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বেশ কয়েকটি দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সাইড লাইন বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ ও গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের বাংলাদেশের অল্টারনেটিভ এক্সিকিউটিভের দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশে শ্রমিকের অধিকারসহ বেশ কিছু বিষয়ে এখনো সন্তুষ্ট নয় অ্যামেরিকা। তাই সহসাই মিলছে না দেশটিতে রপ্তানিতে বিশেষ সুবিধা।
অর্থ উপদেষ্টা জানিয়েছেন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা প্রকাশ পেয়েছে।
জিনিসপত্রের লাগামহীন মূল্য বা মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, সরকার সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সুফল পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।