Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদএভাবে আর অত্যাচার-নিপীড়ন চলতে পারে না: নজরুল ইসলাম

এভাবে আর অত্যাচার-নিপীড়ন চলতে পারে না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকার পরিবর্তন অবশ্যই হবে। এভাবে আর অত্যাচার-নিপীড়ন চলতে পারে না।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগে কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, ‘যদি অত্যাচারীরা চিরদিন অত্যাচার করতে পারত, তাহলে ফেরাউন-নমরুদের পতন হতো না। হিটলার-মুসোলিনির পতন হতো না। এভাবে আর অত্যাচার-নিপীড়ন চলতে পারে না। আমরা প্রাণের বিনিময়ে হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, ইনশাল্লাহ।’

দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই যুগপৎ আন্দোলন এখনও চলছে। আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি—এই পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যই হবে।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি বাকশালের গোরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই বিএনপি সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি—আগামী দিনে অবশ্যই আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে।’

এসময় তিনি বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করে এ ঘটনার বিচার দাবি করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments