ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
শনিবার (৭ জুলাই) প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মুমতারিন ফেরদৌস ডরিন এ দাবি জানান। এ সময় মানববন্ধনে ঝিনাইদহ-৪ আসনের সব জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শান্তি চাই। যারা এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তথ্য গোপানকারী, তাদের সকলের ফাঁসি চাই।
তিনি বলেন, আমার বাবাকে আমি আর ফিরে পাব না। আজকে অনেকদিন হয়ে গেছে আমি বাবা ছাড়া। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই জেলে আছেন। অনেকেই বাইরে আছে। আমার বাবা কিন্তু বেঁচে নেই। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, মানুষ মানুষকে কীভাবে এতো নৃশংসভাবে হত্যা করতে পারে?
এ সময় তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি কাউকে ছাড় দেন না। তিনি আমাকে বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। কারণ, বাবা হারানোর যন্ত্রণা তিনি আমার থেকে বেশি জানেন। প্রধানমন্ত্রী এ হত্যাকারীদের বিচার করবেন।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। পরের দিন ১৩ জুন কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন। রহস্যে ঘেরা এ হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য। হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করে ফেলা হয় বলে তথ্য পুলিশের। যার নেপথ্যে কাজ করা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।