Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদএ মুহূর্তে বাসা-বাড়িতে গ্যাস দেওয়ার আশ্বাস মিথ্যা: জ্বালানি উপদেষ্টা

এ মুহূর্তে বাসা-বাড়িতে গ্যাস দেওয়ার আশ্বাস মিথ্যা: জ্বালানি উপদেষ্টা

জয় বাংলাদেশ: অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের চার হাজার এমসি গ্যাস দরকার, সেখানে তিন হাজার এমসি পাচ্ছি। প্রয়োজনে গ্যাস আমদানি করতে হচ্ছে। তাই এ মুহূর্তে বাসা-বাড়িতে গ্যাস দেওয়া হবে, আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট গ্যাস কুপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগের বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনও দেশের কোনো কূপে পর্যাপ্ত গ্যাস পাওয়া যায়নি।

উপদেষ্টা বলেন, দেশে লুটপাট হয়েছে এটা সবাই জানেন। আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো, এখন আর করে না। বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুকসহ বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশসন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments