জয় বাংলাদেশ: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ‘মারধর’ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগে আনা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ওনাকে আনা হয়েছিল। ওনার কপালে একটু আঘাত ছিল। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে চিকিৎসা দিয়েছেন। তাঁর কোনো সেলাই লাগেনি। সম্ভবত জেলখানার অভ্যন্তরে কোনো ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। সম্ভবত এটা কয়েদি বা অন্য কারও দ্বারা হয়েছে। পরে তাঁকে পুলিশ নিয়ে গেছে।’
এ ব্যাপারে রাজশাহী ডিআইজি প্রিজন মো. কামাল হোসেন বলেন, এনামুল হক আগে থেকেই একটু অসুস্থ ছিলেন। এ কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শরীরে আঘাতের চিহ্ন ছিল জানালে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। জেল সুপার জানাতে পারবেন।
এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়ের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
এর আগে ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে র্যাব গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাগমারায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এনামুলকে গত সোমবার রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক হাদিউজ্জামান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।