Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজকুইন্সে অভিযান : ৫৬৬ টি অবৈধ স্কুটার জব্দ

কুইন্সে অভিযান : ৫৬৬ টি অবৈধ স্কুটার জব্দ

জয় বাংলাদেশ : কুইন্সে অভিযান চালিয়ে নিউইয়র্ক পুলিশ ৫৬৬ টি অবৈধ স্কুটার ও মোপেড জব্দ করেছে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এ তথ্য জানিয়েছে। কুইন্স ডিস্ট্রিক্ট অফিস বলছে , নিউইয়র্কের কুইন্সের বিভিন্ন রাস্তায় আইন অমান্য করে বেশ কয়েক বছর ধরে কিছু স্কুটার চলাচল করছে। এসব স্কুটার পাবলিক সেফটির জন্য বিপজ্জনক। তারা যেকোনো সময় রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

এ কারণে আইন অমান্য করা স্কুটারগুলো জব্দ করা হচ্ছে। ডাকাতি, গোলাগুলিতে স্কুটার ও মোপেড ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় পুলিশ এই দুই ধরনের যানের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে। গত ফেব্রুয়ারি থেকেই এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। নিবন্ধনবিহীন স্কুটার কেবল অবৈধই নয়, সেইসাথে কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় এবং চিহ্নিত করা কঠিন হওয়ায় এগুলো গোলাগুলি, ডাকাতিসহ বিভিন্ন সহিংস অপরাধে ব্যবহৃত হয়।’ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো বাইক। এগুলোর বিরুদ্ধেও অভিযান চলছে।

কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এ ব্যাপারে এনওয়াইপিডির বিভিন্ন প্রিমিঘটের সঙ্গে কাজ করছে। গত ফেব্রুয়ারি থেকে চলতি জুলাই মাস পর্যন্ত ৫৬৬টি স্কুটার তারা জব্দ করেছে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়, অবৈধভাবে পার্ক করা, অনিবন্ধিত এবং বিমাবিহীন স্কুটারগুলো জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সম্প্রতি দুই দিনের অভিযানে এ জাতীয় ৪৯টি পাড়ি আটক সব মিলিয়ে মোট ৫৬৬টি স্কুটার কুইন্সের রাস্তা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments