জয় বাংলাদেশ: নিউ ইয়র্ক সিটির কুইন্সের রোজডেল নেইবারহুডের ওয়েলার এভিনিউয়ে বৃহস্পতিবার বিকাল বিকাল সাড়ে চারটার দিকে বন্দুক সহিংসতায় এক কিশোরী ও এক প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন তিন কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুই কিশোরের ছোঁড়া গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোরী ও ৭৫ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। প্রবীণের মুখে ও কিশোরীর পায়ে গুলি লাগে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুই কিশোর মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে ওই দুই জন গুলিবিদ্ধ হন।
ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুই জনই এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তার বাড়ির সামনে প্রবীণ ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সে সময় প্রচণ্ড ব্যাথায় চিৎকার করছিলেন তিনি।
এলাকাবাসী এক নারী জানান, চার থেকে পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পান তিনি। ত্রিশ বছর যাবত তিনি এই এলাকায় বসবাস করছেন এর আগে কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন হননি তিনি।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের এরই মধ্যে আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।