জয় বাংলাদেশ : চলতি মাসের মাঝামাঝিতে শুরু হওয়া বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা তাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘মাত্রাতিরিক্ত বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২০৫ জন নিহত হয়েছেন । এ অবস্থায় বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও দাবি করেন, মৌলিক অধিকারের প্রতি ‘পুরোপুরি শ্রদ্ধা’ বজায় রাখতে হবে।