জয় বাংলাদেশ : আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে কৌশলে আবারও ফিরে আসতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে এই অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের তৈরি করা আইনেই তাদের নেতা কর্মীদের বিচার হবে।
স্বৈরাচার ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই ও আগস্টে রাজ পথে নামা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনের উদ্বোধন হয়।
জেষ্ঠ্য নেতারা অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে সবচেয়ে বড় চরমপন্থী ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জামায়াতের আমির আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বৈষম্য ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চায় তার দল।
২০১৩ সালে হেফাজতের ওপর হামলা, গণহত্যার পেছনেও আওয়ামী লীগ দায়ী বলে অভিযোগ করেন শফিকুর রহমান।