Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদ‘গণদুশমন’ আখ্যায়িত করে ৬৮১ জনের তালিকা প্রকাশ খুলনা বিএনপির

‘গণদুশমন’ আখ্যায়িত করে ৬৮১ জনের তালিকা প্রকাশ খুলনা বিএনপির

জয় বাংলাদেশ : গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের সঙ্গে মিলে খুলনার যে পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ীরা নানাভাবে প্রতারণা, অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন, তাঁদের ‘গণদুশমন’ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। এ রকম ৬৮১ জনের একটি তালিকা প্রকাশ করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম।
বুধবার নগরের কেডি ঘোষ রোডের বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিজয় সমাবেশের দ্বিতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেছেন, ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অনেকে লুটপাট করছে। এরা তাদের লোক, যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপির নেতা-কর্মীদের এ ব্যাপারে সতর্ক ও সাবধান থাকতে হবে।

বিএনপির প্রকাশিত ওই ‘কালোতালিকায়’ সিটি মেয়র, সংসদ সদস্যসহ ৩৪১ জন রাজনীতিবিদ; খুলনা মহানগর পুলিশের সাবেক কমিশনারসহ ২৮৭ জন পুলিশ কর্মকর্তা এবং ৫৩ জন সাংবাদিকের নাম প্রকাশ করা হয়।

বিএনপির আহ্বায়ক শফিকুল আলম আরও বলেন, দলের কারও ক্ষেত্রে কোনো অপকর্মের সঙ্গে জড়ানোর সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, তারা দেশ ও জাতির শত্রু। সবাইকে ধৈর্যের সঙ্গে এ বিজয় ধরে রাখতে হবে, কোনোভাবেই তা নস্যাৎ হতে দেওয়া যাবে না।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments