Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকগাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত বেড়ে অন্তত ২৪ হাজার

গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত বেড়ে অন্তত ২৪ হাজার

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তিন মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে আজ শুক্রবার পর্যন্ত ২৩ হাজার ৭০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজারের বেশি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২৪৮ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে ৭ হাজার। আশঙ্কা করা হচ্ছে, তারা আর বেঁচে নেই।

গাজায় হামলার তীব্রতা আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান থামবে না এবং এই যুদ্ধ আরও কয়েক মাস ব্যাপী চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments