অনলাইনে তথ্য সংরক্ষণের জন্য গুগল ড্রাইভের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক ফাইল জমে গেলে প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া যায় না। তাই গুরুত্বপূর্ণ ফোল্ডারের রং পরিবর্তন করে সমস্যার সমাধান করা যায় খুব সহজেই।
যেভাবে করবেন:
ডেক্সটপ থেকে ফোল্ডারের রং পরিবর্তনের জন্য প্রথমে গুগল ড্রাইভে প্রবেশ করুন। এরপর যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন, সেই ফোল্ডারে ক্লিক করে ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করুন। এবার ‘অর্গানাইজ’ অপশনে মাউসের কারসর রেখে পপআপে দেখানো ‘ফোল্ডার কালার’–এর নিচে পছন্দের রং সিলেক্ট করুন। এরপর নির্বাচিত রং অনুযায়ী ফোল্ডারের রং বদলে যাবে।
মোবাইল থেকে ফোল্ডারের রং পরিবর্তনের জন্য গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করে যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন তার ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। এরপর প্রদর্শিত অপশন থেকে ‘চেঞ্জ কালার’ অপশনটি সিলেক্ট করে পছন্দের রং নির্বাচন করলেই নির্দিষ্ট ফোল্ডারের রং বদলে যাবে।