জয় বাংলাদেশ : নিউইয়র্কে চলছে গ্রীষ্মকাল। সামারকে কেন্দ্র করে এরই মধ্যে সাপ্তাহিক বন্ধের দিন শনি ও রোববার প্রিয়জন পরিবারের সদস্যদের সাথে একান্তে সময় কাটানোর জন্য পরিকল্পনাও সেরে ফেলেছেন অনেকে। নিউইয়র্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাশ্রয়ী ভ্রমণের জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো সাবওয়ে । গ্রীষ্মকালীন সময়ে ভ্রমণকারীদের যাতায়াতের চাহিদা পূরণে এবার সাবওয়ের পরিষেবা বাড়ানোর উদ্যােগ নিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ। সপ্তাহের ছুটির দিনগুলোতে B, D, J, M এবং Z লাইনে এবং সপ্তাহান্তে 3 এবং 5 লাইনে গ্রীষ্মকালীন ভ্রমণের চাহিদা পূরণে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা ও লাইন। সংস্থাটি দাবি করে যে এই সাবওয়ে লাইনগুলিতে যাত্রী সংখ্যা বেড়েছে এবং গত বছরে অন্যান্য লাইনগুলিতে পরিষেবা যুক্ত করা হয়েছে। এই গ্রীষ্মে পরিষেবা প্রসারিত করার জন্য এরই মধ্যে অগ্রগতি হয়েছে। সপ্তাহান্তে, রকওয়ে পার্ক শাটল 10-কার ট্রেনে সম্প্রসারিত হবে এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত রকওয়ে বুলেভার্ড পর্যন্ত রুট প্রসারিত করবে।
এমটিএ আরো জানিয়েছে, প্রতি ঘন্টায় একটি ট্রেন যোগ করলেই যাত্রীদের অপেক্ষার সময় কমে যেতে পারে।
গ্রীষ্মকালীন ভ্রমণকারীদের সুবিধার্থে সিটিতে বাড়ছে সাবওয়ে সেবা
RELATED ARTICLES