Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকজয়ের অবাস্তব স্বপ্ন দেখছে রাশিয়া: জেলেনস্কি

জয়ের অবাস্তব স্বপ্ন দেখছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রায় দুই বছর পরেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। কোনো পক্ষই যুদ্ধক্ষেত্রে নতুন সাফল্যের মুখ দেখছে না। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আকাশ থেকে আক্রমণ বাড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধ করার বদলে বরং আরো জোরদার করার ঘোষণা করেছেন। রাশিয়ার বেলগোরোদ শহরের উপর ইউক্রেনের জোরালো হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হবার পর পুতিন এই অঙ্গীকার করেন।

এমন পরিস্থিতি সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দমে যেতে প্রস্তুত নন। তার মতে, রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখ দেখছে।

‘ইকোনমিস্ট’ পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আভদিভকা শহরের কাছে সাম্প্রতিক সংঘর্ষে হাজার হাজার রুশ সৈন্য নিহত হয়েছে। এমনকি তাদের মৃতদেহও উদ্ধার করা হয়নি। জেলেনস্কি নিজে গত সপ্তাহে ইউক্রেনের পূর্বে সেই যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন।

ইউক্রেনের প্রেসি়ডেন্টের মতে, রাশিয়া জয়ের যে স্বপ্ন দেখছে বাস্তবের সঙ্গে সেই ধারণার কোনো মিল নেই। তিনি মস্কোর সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন।

জেলেনস্কির মতে, একমাত্র সেনাবাহিনী গুছিয়ে নেবার প্রয়োজন হলে তবেই রাশিয়া যুদ্ধবিরতির কথা বলতে রাজি হবে।

রাশিয়ার হাত থেকে অধিকৃত এলাকা উদ্ধার করতে ইউক্রেন গত বছর যে পালটা আক্রমণ অভিযান চালিয়েছে, তার আশানুরূপ ফল পাওয়া যায় নি বলে জেলেনস্কি স্বীকার করেন।

তবে তার মতে, প্রত্যাশা অনুযায়ী হয়তো যথেষ্ট দ্রুত সাফল্য আসেনি। অন্যদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ ভেঙে ইউক্রেনের বাহিনী খাদ্যশস্য রপ্তানি আবার সম্ভব করে বড়-সাফল্য দেখিয়েছে বলে জেলেনস্কি দাবি করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments