Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদজিম্মি নাবিকদের দ্রুত উদ্ধারের আশ্বাস জাহাজ মালিকপক্ষের

জিম্মি নাবিকদের দ্রুত উদ্ধারের আশ্বাস জাহাজ মালিকপক্ষের

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের অতিদ্রুত মুক্ত করে ফিরিয়ে আনার ব্যাপারে পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছে জাহাজের মালিকপক্ষ।

শনিবার (২৩ মার্চ) বিকালে চট্টগ্রামে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (কেএসআরএম) শীর্ষ কর্মকর্তারা জিম্মি জাহাজটির ২৩ নাবিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তারা একসঙ্গে ইফতারও করেছেন। নাবিকদের উদ্ধার প্রক্রিয়া সফলভাবে শেষ করা পর্যন্ত তারা পরিবারের সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ জানান।

সেখানে উপস্থিত এক জিম্মি নাবিকের মা বলেন, ‘তারা (কর্মকর্তারা) আমাদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন। তারা নাবিকদেরকে মুক্ত করে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সবকিছু করছেন বলে আশ্বস্ত করেছেন।’

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘জিম্মি নাবিকদের নিরাপদে ফেরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

ভারত মহাসাগর থেকে গত ১২ মার্চ কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। জাহাজটি এখন সোমালিয়ার উপকূলের কাছাকাছি রয়েছে। এ ঘটনার পর থেকে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে জিম্মি নাবিকদের পরিবারের সদস্যদের। ঘটনার পরদিন জিম্মি নাবিকদের পরিবারের সদস্যরা বিচ্ছিন্নভাবে মালিকপক্ষের সঙ্গে দেখা করেছেন। তবে জিম্মি নাবিকদের পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে ডেকে প্রথমবার মালিকপক্ষ আশ্বস্ত করল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments