জয় বাংলাদেশ : নির্বাচনে কামলা হ্যারিসের কাছে পরাজিত হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হার মেনে নেওয়া উচিত হবে। সেই সঙ্গে তাঁর (ট্রাম্প) তখন স্কটল্যান্ডে গলফ খেলতে আসা উচিত হবে। এমনটাই মনে করছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) ও রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ।
ট্রাম্পের বন্ধু নাইজেল ফারাজ ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর (কামলা হ্যারিস) উদ্দেশে বলেছেন, এবারের নির্বাচন ঘিরে অশান্তির হুমকি ‘কমানোর জন্য’ ট্রাম্পকে ক্ষমা করা উচিত। নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রে কোনো অশান্তি ছড়াবে না বলেও আশা প্রকাশ করেন যুক্তরাজ্যের এই রাজনীতিক।