জয় বাংলাদেশ : পুরো উত্তর আমেরিকা মহাদেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপদাহের এই তাণ্ডবে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্রও। আর তাতেই হলো কেলেঙ্কারি। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি ছয় ফুটের মোমের ভাস্কর্য গলতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল সেই ছবি। ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর ফলেই ভাস্কর্যটি গলতে শুরু করেছে। পরিস্থিতি এমন-ই যে,সূর্যের প্রখর তাপে সবার আগে ভাস্কর্যটির মাথা আত্মসমর্পণ করেছে, অর্থাৎ ভাস্কর্যটির মাথা পেছনের দিকে হেলে পড়েছে। গলে গেছে পায়ের অংশও। এখন শুধুমাত্র অক্ষত রয়েছে দেহের অংশটি। অলাভজনক সংস্থা কালচারালডিসির অর্থায়নে মোমের এ ভাস্কর্যটি বানিয়েছেন ভার্জিনিয়াভিত্তিক শিল্পী স্যান্ডি উইলিয়ামস। মূলত মার্কিন গৃহযুদ্ধের সময়কাল এবং এর পরের ঘটনা প্রবাহের ওপর গুরুত্ব দিয়েই ভাস্কর্যটি বানানো হয়েছে। কর্তৃপক্ষ এরইমধ্যে ভাস্কর্য মেরামতের কাজে হাতে দিয়েছে। তবে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ করছেন উপহাস, কেউ করছেন দুঃখ প্রকাশ। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার একটি রেপ্লিকা ভাস্কর্য স্থাপন করা হবে, যা ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রদর্শনীর জন্য গ্যারিসন প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই থাকবে। এই গ্যারিসন মাঠটি আগে ক্যাম্প বার্কার হিসেবে পরিচিত ছিলো। গৃহযুদ্ধের সময় এখানেই আশ্রয় নিতেন ক্রীতদাস, মুক্ত আফ্রিকান ও আমেরিকানরা। প্রথম থেকেই এটিকে গাছের ছায়ায় রাখা হয়েছিলো যাতে গ্রীষ্মের মাসগুলোতে মোম গলে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু তাপদাহের তাণ্ডবে শেষ পর্যন্ত রেহাই পেলেন না লিঙ্কনও। উল্লেখ্য , আব্রাহাম লিঙ্কনের জন্ম ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি। তিনি একাধারে আইনজীবী, রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট ছিলেন। ১৮৬১ থেকে তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত, ফেডারেল সরকারের ক্ষমতা সম্প্রসারণ এবং মার্কিন অর্থনীতির আধুনিকীকরণে ভূমিকা রেখেছিলেন আব্রাহাম লিঙ্কন। ১৮৬৫ সালের ১৫ এপ্রিল তিনি মারা যান।