Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদনতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের সঙ্গে বিশ্বের সব দেশ কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৯৯৪ সালে ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নৃশংস হত্যাকাণ্ডের স্মরণ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফলে বার্তা স্পষ্ট। বিশ্বের সব দেশেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ও সরকারকে নিয়ে নানা অভিযোগ তুলে বিএনপি যেসব চিঠি পাঠিয়েছে, তাতে কোনো লাভ হয়নি।’

হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের কোন অধীনস্থ কর্মকর্তা কি বলল, তাতে কিছু যায় আসে না। জাতিসংঘ প্রধান চিঠি দিয়ে সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধির উপস্থিতি এটাই প্রমাণ করে যে, (তারা) সরকার নয়, সংসদকেও বৈধতা দিয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments