Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৪৯

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৪৯

জয় বাংলাদেশ: নাইজেরিয়ায় বন্যায় অন্তত ৪৯ জন মারা গেছে। স্থানচ্যুত হয়েছে কয়েক হাজার। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

নেমার মুখপাত্র মানজো ইজেকিয়েল বলেন, ‘কয়েক দিনের ভারী বৃষ্টিতে উত্তর-পূর্ব দিকের জিগাওয়া, আদমাওয়া ও তারাবা রাজ্যে ৪১ হাজার ৩৪৪ জন স্থানচ্যুত হয়েছে। আমরা কেবল মৌসুমের মূল সময়ে প্রবেশ করেছি। দেশের উত্তরাঞ্চলের জন্য এ কথাটি বিশেষভাবে সত্য। পরিস্থিতি খুবই ভয়াবহ।’

২০২২ সালে নাইজেরিয়ায় এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন সেখানে ৬০০ এর বেশি মানুষ মারা গিয়েছিল। স্থানচ্যুত হয়েছিল ১৪ লাখের বেশি মানুষ। প্রায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছিল।

পশ্চিম আফ্রিকার দেশটিতে চলমান বন্যায় এরই মধ্যে প্রায় ৬৯৩ হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে। আগামী আরও কয়েক মাস দেশটিতে ভারী বৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জিগাওয়া রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির হারুনা মাইরিগা বলেন, ‘সেপ্টেম্বর ও অক্টোবর এখনো সামনে রয়েছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হয়। তাই তখন রাজ্যের অবস্থা কী হবে তা কেবল ঈশ্বরই ভালো জানেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments