জয় বাংলাদেশ: হাতে সময় দুই মাসেরও কম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছেন কামলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প । তবে ভোটের মাঠে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান এই দুই প্রার্থীর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে—তার ইঙ্গিত মিলছে বিভিন্ন জনমত জরিপ থেকে। আর এসব জরিপের ফল প্রকাশ করা হয়েছে সেখানে ট্রাম্পের চেয়ে কামলা এরই মধ্যে এগিয়ে। জরিপের ফলাফল যাই হোক না কেন স্বস্তির খবর হচ্ছে যারা ঘরে বসে ভোটার হিসাবে নিবন্ধন করতে চাইছেন সেসব ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নিউইয়র্ক স্টেট বোর্ড অফ ইলেকশনস ।
তবে এই রেজিস্ট্রেশন জন্য পরিপালন করতে হবে বেশকিছু শর্ত । নিউইয়র্কে অনলাইনে ভোটার নিবন্ধন হতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে প্রথমত । ভোটার হিসাবে আপনার বয়স হতে হবে ১৮ বছর । ১৬ বা ১৭ বছর বয়সে প্রি-নিবন্ধন সম্ভব কিন্তু ভোট দেয়া যাবে না।
নিউইয়র্ক স্টেট জানিয়েছে, নিবার্চনের ঠিক ৩০ দিন আগের বাসিন্দারা অনলাইলেন রেজিস্ট্রেশন করতে পারবে না। যিনি ভোট দিবেন তিনি কারাগারে এ সময়ে থাকতে পারবেন না। এসব শর্ত পূরণ করলেই করা যাবে আবেদন। ভোটার নিবন্ধনে ওয়েবসাইটও দিয়েছে নিউইয়র্ক স্টেট বোর্ড অফ ইলেকশনস https://elections.ny.gov/register-vote।