জয় বাংলাদেশ : মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। যদিও এর মধ্যে ভোটারদের একটি বড় অংশ আগাম ভোট দিয়ে ফেলেছেন।
নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ারসহ আরও কিছু রাজ্যে ভোর ৬ টায় ভোট শুরু হয়ে গেছে। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সময়ের হিসাব একরকম নয়।
বিভিন্ন রাজ্যের নির্বাচন অফিসের নির্ধারিত ভোট শুরুর সময় জানিয়েছে সিএনএন।
মেইন রাজ্যে প্রায় সব ভোটকেন্দ্র ৬টা থেকে সন্ধ্যা ৮ টার মধ্যে খোলা থাকবে । তবে ৫০০ জনের কম ভোটার কম হওয়ায় কেন্দ্র খুলেছে স্থানীয় সময় সকাল ১০টায় । নিউ হ্যাম্পশায়ারে সকাল ৬ টা থেকে রাত ১১ টার মধ্যে সব ভোটকেন্দ্র চালু থাকবে। ওহিও, উত্তর ক্যারোলিনা, পশ্চিম ভার্জিনিয়া ও ভার্মন্টে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ভোটগ্রহণ শুরু।
আলাবামা, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, কানসাস, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিসৌরি, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, টেনেসির বেশিরভাগ কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
এর বাইরে অ্যারিজোনা, আইওয়া, লুইসিয়ানা, মিনেসোটা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওকলাহোমা, টেক্সাস ও উইসকনসিনের বেশিরভাগ ভোটকেন্দ্র স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে।
ডেমোক্র্যাট প্রার্থী কামলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। কামলা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। আর ট্রাম্প প্রচারণা শেষে ফ্লোরিডায় নিজ বাড়িতে ফিরেছেন।