Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউইয়র্ক সিটির নাগরিকদের জীবন মানের উন্নয়নে কমিউনিটি পার্টনারশিপ হচ্ছে - এরিক এডামস

নিউইয়র্ক সিটির নাগরিকদের জীবন মানের উন্নয়নে কমিউনিটি পার্টনারশিপ হচ্ছে – এরিক এডামস

জয় বাংলাদেশ : নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস কমিউনিটি জানিয়েছেন , শহরে সামগ্রিক অপরাধ কমে গেলেও সহিংস কার্যক্রম এখনো উল্লেখযোগ্য হারে বেশি। বলছেন , এ বছরের জুনের শুরুতে গুরুতর মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তি ফোরটিনথ স্ট্রিটে তিনজনকে ছুরিকাঘাত করার পর সহিংসতার এক ভয়াবহ বিস্ফোরণে লোয়ার ইস্ট সাইড ও নিউইয়র্ক সিটি হতবাক হয়ে গিয়েছিল। সহিংসতা যে বাড়ছে এটিই তার প্রমাণ। আর তাই সিটির জননিরাপত্তার উন্নতির জন্য আরো বেশি উদ্যােগ নিতে হবে। নিউইয়র্ক সিটি প্রশাসন অবিলম্বে সেই ব্যবস্থা নিয়েছে। যখনই জননিরাপত্তা হুমকির মুখে পড়ে তখনই আমরা ব্যবস্থা নেই এবং নিব বলেও জানিয়েছেন মেয়র ।

সম্প্রতি এক কমিউনিটি অপ-এডে মেয়র আরো জানান , নিউইয়র্ক সিটিকে নিরাপদ, আরও সাশ্রয়ী, এবং কর্মজীবী নিউইয়র্কবাসীর জন্য আরও বাসযোগ্য করে তোলা প্রশাসনের লক্ষ্য। বসবাসযোগ্যতার একটি মূল দিক হল জননিরাপত্তা এবং জীবনযাত্রার মানের অবনতির সমস্যাগুলোর সমাধান করা। বেআইনি বেচাবিক্রি, ছিচকে চুরি, পদার্থের ব্যবহার, মানসিক স্বাস্থ্য সংকট, ভারা এবং লাইসেন্সবিহীন গাঁজা সেবনের দোকানের মতো সমস্যা রাস্তায় কোনো স্থান নেই। প্রশাসন এমন পরিবেশ সহা করবে না।

এই কারণেই সিটি প্রশাসন ফার্স্ট অ্যাভিনিউ এবং অ্যাভিনিউ এ-এর মধ্যে ইস্ট ফোরটিনথ স্ট্রিটে ফোরটিনথ স্ট্রিট কমিউনিটি ইমপ্রুভমেন্ট কোয়ালিশন গঠন করেছে। একই কারণে মিডটাউন ওয়েস্ট থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টিফিফথ স্ট্রিট, ওয়ান হান্ড্রেড টেনথ স্ট্রিট এবং ওয়াশিংটন স্কয়ার পার্কের চারপাশে শহরজুড়ে একই ধরনের কমিউনিটি ইমপ্রুভমেন্ট কোয়ালিশনে সক্রিয়ভাবে কাজ করছে ।

শহরকে নিরাপদ ও সকলের জন্য আরও বাসযোগ্য করে তুলতে একাধিক সংস্থার পাশাপাশি কমিউনিটি অংশীদারদের সাথে কাজ করার জন্য এসব প্রচেষ্টা কমিউনিটি লিঙ্ক উদ্যোগের অংশ বলেও জানান মেয়র । এদিকে , নিউইয়র্ক সিটি বলছে, গত ১৮ মাসে কমিউনিটি লিঙ্ক ৮ শর বেশি অভিযোগে সাড়া দিয়েছে এবং ৬০০ টিরও বেশি অপারেশন পরিচালনা করেছে। অংশীদারদের স্যানিটেশন এবং হেল অ্যান্ড মেন্টাল হাই মধ্যে এনওয়াইপিডি, হোমলেস সার্ভিসেস, জিন ডিপার্টমেন্ট, সেইসাথে স্থানীয় নির্বাচিত কর্মকর্তা ও কমিউনিটি গ্রুপগুলো অন্তর্ভুক্ত রয়েছে। কারণ স্বল্প ও দীর্ঘমেয়াদে মহল্লাগুলোর উপকারার্থে উন্নতি অর্জনের জন্য একসাথে কাজ করা এখন গুরুত্ব পূর্ন বলেও জানিয়েছেন মেয়র এরিক ।

মেয়র বলছেন, এই প্রচেষ্টাগুলোা একটি হলো ইস্ট ফোরটিনথ স্ট্রিটে নতুন এনওয়াইপিডি মোবাইল কমান্ড সেন্টারে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করা। এই সেন্টার আইন প্রয়োগকারীকে করিডোরে একটি দৃশ্যমান উপস্থিতি বজায় রাখতে সাহায্য করবে এবং সহজেই ও অবিলম্বে কমিউনিটির চাহিদা মেটাতে সক্ষম হবে। এনওয়াইপিডি কমান্ড সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় সংস্থান দ্বারা সজ্জিত যাতে জীবনমান কিংবা বড় ধরনের অপরাধসহ সব ধরণের ঘটনার সাথে সাথে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানা যায় । এটি এমন কিছু যা কমিউনিটি চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments