জয় বাংলাদেশ : নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির হোয়াইট প্লেইন্সের এক অ্যাপার্টমেন্ট ভবনের গাড়ির ধাক্কায় দুইজন নিহত ও দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯ টার দিকে হোইয়াইট প্লেইন্সের ব্যাটল অ্যাভিনিউয়ের ওই ভবনের সামনের অংশে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে একটি টেসলা গাড়ির ধাক্কা লাগে। এর পর গাড়িতে আগুন ধরলে তা ভবনের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই পরিস্থিতে আতঙ্কগ্রস্ত হয়ে ভবন থেকে বেড়িয়ে আসেন বাসিন্দারা।
পুলিশ জানায়, এ ঘটনায় ২ জন নারী নিহত হয়েছেন। এছাড়া ২ শিশু সহ আহত হয়েছেন তিনজন।
এক ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনার সময় এক পথচারীও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
পুলিশ আরও জানায়, গাড়িটি চালাচ্ছিলেন ৭০ বছর বয়সী মিলি শিহান নামের এক নারী এবং তার সহযাত্রী ছিলেন ৩৬ বছর বয়সী ডায়ানা শিহান নামের আরেক নারী। আগুন নিভে যাওয়ার পর গাড়ির ধ্বংসাবশেষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনেই নিউ ইয়র্কের হার্টসডেলের বাসিন্দা বলেও জানায় কর্মকর্তারা।
স্থানীয় এক বাসিন্দা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, গাড়ির ছোট ছোট অংশ বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। গাড়ির সেই ক্ষুদ্রাংশ খুঁজে পেতে ঘণ্টাখানেক সময় লাগে তদন্তকারীদের।
অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে থাকা আহত দুই শিশুকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এছাড়া আহত পথচারীকে চিকিৎসার জন্য হোয়াইট প্লেইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা।