Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকনির্বাচনে ভুয়া তথ্যের কেন্দ্রে মাস্ক ও তাঁর ‘এক্স’

নির্বাচনে ভুয়া তথ্যের কেন্দ্রে মাস্ক ও তাঁর ‘এক্স’

জয় বাংলাদেশ : চলছে ভোট গ্রহণ। নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। চারপাশে উত্তেজনা ও অনিশ্চয়তার আবহ। নির্বাচন ঘিরে অন্যান্যবার যতটা অনিশ্চয়তা দেখা যায়, এবারের আবহ যেন তার চেয়েও উত্তেজনাকর।

সর্বশেষ জনমত জরিপগুলো বলছে, এবার খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেটা অন্যান্যবার দেখা যায়নি। কেউ জানেন না, এবার কে জিততে চলেছেন।

তবে এখন এটাই একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। নির্বাচনের ফল কখন জানা যাবে, এটা নিয়েও ব্যাপক অনিশ্চয়তা রয়ে গেছে। পেনসিলভানিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ভোটের চূড়ান্ত গণনা শেষ হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

ভোটের ফল জানার পর জনমনে কেমন প্রতিক্রিয়া দেখা দেয়—সেটা নিয়েও আতঙ্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন, অরিগন ও নেভাদা অঙ্গরাজ্যে এরই মধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

মার্কিন ভোটাররা বলছেন, নির্বাচনের টানা টালমাটাল প্রচারণা দেখতে দেখতে তাঁরা পরিশ্রান্ত। তাঁরা চান, এটা শেষ হোক। তবে ব্যাপকভাবে বিভক্ত দেশে পরবর্তী সময়ে কী ঘটতে চলেছে, সেটা নিয়েও তাঁরা শঙ্কিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments