মাইক্রোসফট তাদের নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে। উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেল দিয়ে আসা আপডেটে নতুন এই ফিচার পাওয়া যাবে। কোনো ভুল শব্দ লিখলেই তার নিচে লাল দাগ দেখা যাবে। সঠিক শব্দ জানার জন্য শুধু ওই শব্দের ওপর ট্যাপ করলেই হবে। স্পেল সাজেশন দেওয়া হবে।
ব্যবহারকারীরা অবশয় ঐ সঠিক সাজেশন এড়াতেও পারবেন। শুধু ডিকশনারি আপডেট করে দিলেই হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে এই ফিচারটি কিছু ফাইলের ক্ষেত্রে চালু করা হয়েছে। তবে কোডিং এর সঙ্গে সম্পৃক্ত ফাইলের ক্ষেত্রে তা ডিফল্ট আকারে অফ করা আছে।
এত দেরিতেই বা কেন এই ফিচারটি যুক্ত করা হয়েছে সেটি বড় প্রশ্ন অবশ্যই। নোটপ্যাড একটি টেক্সট এডিটর যেটি এত ভারি কিছু নয়। সিম্পল টেক্সট অ্যাপ হিসেবেও এর রয়েছে বাড়তি আবেদন। নোটবুক পূর্ণ ওয়ার্ড প্রসেসর কখনই ছিল না। তবে ২০২১ সাল থেকেই বড়সড় পরিবর্তন আসতে শুরু করছে।
সূত্র: টেকস্পট