Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদপূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলা, ২৪ জিডি, ১৭ গ্রেপ্তার: আইজিপি

পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলা, ২৪ জিডি, ১৭ গ্রেপ্তার: আইজিপি

জয় বাংলাদেশ : দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

আইজিপি বলেন, ‘যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি।’

তিনি বলেন, ‘সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে একসঙ্গে পূজা হচ্ছে। চলতি মাসের শুরু থেকে আজকে পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আমরা হয় সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করেছি।’

‘৩৫টি ঘটনায় আমরা ১১টি মামলা করেছি, ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে ছিল চারটি চুরির ঘটনা, বাকিগুলো সামান্য ভাঙচুর। যে ১৭ জন জড়িত ছিল, সেই অপরাধীদের আমরা গ্রেপ্তার করেছি,’ বলেন আইজিপি।

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় আমরা সংবাদ সম্মেলন করেছি। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না সেটি তদন্ত সাপেক্ষ বিষয়।’

‘অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে, আগে এই ধরনের তথ্য ঢাকায় আসতো না। প্রযুক্তির কারণে এখন আসছে। স্থানীয়ভাবে কিছু সমস্যার উদ্ভব হয়, স্থান-কাল-পাত্র ভেদে সেন্স অব প্রোপরশন অনুযায়ী কাজ করতে হবে। সেটির ব্যত্যয় হলে বড় আকার ধারণ করতে পারে,’ যোগ করেন তিনি।

আইজিপি আরও বলেন, ‘যে সুযোগ আমাদের তৈরি হয়েছে নতুন বাংলাদেশ তৈরি করার। বাংলাদেশ পুলিশ আছে শান্তিপ্রিয় জনগণের পাশে। অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়। পশ্চিমবঙ্গে কিছু অপরাধী আছে, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনতে চাই।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments