শীত আসতে শুরু করেছে। এসময় পেট্রোলিয়াম জেলির কদর বাড়বে তো বটেই। তবে পেট্রোলিয়াম জেলি শুধু শীতেই আমাদের ত্বকের উপকার করে এমনটি নয়। পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ফলে ত্বকের অন্যান্য রোগ থেকেও সহজেই রক্ষা পাওয়া সম্ভব। শুধু ত্বকের রোগ থেকেই নিস্তার মিলবে তা কিন্তু নয়। ত্বকের বিভিন্ন সমস্যাতেও আরাম দিতে পারে পেট্রোলিয়াম জেলি। সেটা কিভাবে? চলুন জেনে নেওয়া যাক:
ক্ষত কিংবা ঘা শুকাতে সাহায্য করে
সেই দেড়শ বছর আগে থেকেই পেট্রোলিয়াম জেলি বেশ জনপ্রিয়। কেন? কারণ পেট্রোলিয়াম জেলি ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে৷ কখনো হাতে আঘাত পেলে বা ঘা হলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা ভালো। ত্বকের ক্ষত সাড়তে হলে অবশ্যই আর্দ্রতা প্রয়োজন। পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ক্ষত অর্ধেক সময়েই শুকিয়ে যেতে পারে। এছাড়া তেলতেলে হওয়ায় ত্বকের ভেতর নতুন কোনো ঘা ছড়াতে পারে না।
একজিমা ও সোরিয়াসিস থেকে মুক্তি
ত্বক শুকিয়ে গেলে নতুন করে ব্যাকটেরিয়া প্রবেশের সুযোগ পায়। এ সময়ে তাই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত। এতে ত্বক ভেজা থাকে এবং চুলকানি কম হয়।
বাচ্চাদের এপোটিক ডারমাটাইসিস প্রতিরোধে
নবজাতক বাচ্চাদের ত্বকের চুলকোনি সাড়াতে পেট্রোলিয়াম জেলি সহায়ক। বিশেষত শিশুদের একজিমা হলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
উকুন নিধনে
জানলে অবাক হবেন পেট্রোলিয়াম জেলি উকুন নিধনে সাহায্য করে৷ তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহারে উকুনের ডিম নষ্ট করা যায় না। তবে উকুন নিয়ন্ত্রণে পেট্রোলিয়াম জেলি কার্যকর।
ফোসকা প্রতিরোধে
নতুন জুতো পায়ে দেওয়ার আগে কিংবা দৌড়াতে যাওয়ার আগে পায়ে একটু পেট্রোলিয়াম জেলি মাখিয়ে নিন। এতে পায়ে ফোসকা সহজে পড়বে না।
ডায়পার র্যাশ কমাতে
বাচ্চাদের ডায়পার থেকে র্যাশ হতে পারে। পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে র্যাশ থেকে মুক্ত থাকা যায়।
চোখের পাতায় ব্যবহার করুন
চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। চোখের পাতার ত্বক বেশ নমনীয়। পেট্রোলিয়াম জেলি ব্যবহারে চোখের ত্বক সুস্থ থাকে।
নখের সুস্থতা নিশ্চিতে
নখ ঠিক রাখতে আমরা প্রায়শই বিভিন্ন দামি ক্রিম ব্যবহার করি। তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহারে নখের সুস্থতা নিশ্চিত করা সম্ভব।