জয় বাংলাদেশ: শেষবারের মতো প্রেসিডেন্ট হিসাবে জাতিসংঘের ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন । তিনি বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসন আপোসহীনভাবে কাজ করে গেছে। ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই, তার এই বক্তব্যের স্বপক্ষে প্রমাণ বহন করে দাবি করে বাইডেন বলেন, যুদ্ধ ছাড়াও যে সমাধান সম্ভব, তারই জ্বলন্ত প্রমাণ ভিয়েতনামের সঙ্গে অ্যামেরিকার বন্ধুত্ব।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে রাখা শেষ ভাষণে প্রেসিডেন্ট বাইডেন, ইযরায়েল-হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেন। সুদানে গৃহযুদ্ধ অবসানেরও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
বিদায়ী ভাষণে অ্যামেরিকা ও বিশ্বের চলমান নানা প্রেক্ষাপট তুলে ধরে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে নিজ প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে জাতিসংঘের ভবিষ্যত পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেছেন তিনি।
বাইডেন বলেন, শুরু থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসনের প্রচেষ্টা ছিলো এবং একারণেই যুদ্ধ বন্ধ করে ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে অ্যামেরিকা।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ক্যারিয়ার জুড়েই তিনি সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং বিশ্ব শান্তির পক্ষে সফলভাবে কাজ করেছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অ্যামেরিকা ঐতিহাসিকভাবেই সফল বলে দাবি করেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এসেও বিশ্বে বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান সংকটেও বিশ্বমানবতার পক্ষে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে তার প্রশাসন।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত অনেক কঠিন ছিলো জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সেই কঠিন কাজটিই করেছেন তিনি।
বিশ্ব শান্তির স্বার্থেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নেয়ার কথা জানিয়ে ইউক্রেইনের পক্ষে সমর্থন অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন।
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে প্রেসিডেন্ট বাইডেন ইযরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন।