Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

জয় বাংলাদেশ : আগামী বছরের জানুয়ারিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশ আসতে পারেন। তাঁকে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইনফান্তিনো সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে এসেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। মঙ্গলবার সম্মেলনের অবসরে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইনফান্তিনো।

প্রধান উপদেষ্টা ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোকে আসন্ন যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিশ্বমানের কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে প্রধান উপদেষ্টা তাঁর সহযোগিতা চান।

নারী ফুটবলের অগ্রগতিতে মুহাম্মদ ইউনূস যথেষ্ট আগ্রহী। সাফ নারী ফুটবলে এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সম্প্রতি নেপাল থেকে জয়ী হয়ে দেশে ফিরলে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মনে করেন, ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলে নারী ক্রীড়াবিদেরা আরও উৎসাহিত বোধ করবেন। তাঁদের ক্রীড়ার মানের উন্নতিতে আন্তর্জাতিক মানের নারী ফুটবল দল আনার ওপর জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments