Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজবদলে যাচ্ছে নিউইয়র্ক স্টেট বার পরীক্ষা

বদলে যাচ্ছে নিউইয়র্ক স্টেট বার পরীক্ষা

জয় বাংলাদেশ: নিউইয়র্কে বসবাস করছেন এমন অধিবাসীরা যারা আগামী দিনে পেশা হিসাবে আইনে নিজেদের নিয়োজিত করতে চান, নিউইয়র্ক বার পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এসেছে আবেদনের নতুন নিয়মকানুন । তাদেরকে জানতে হবে নতুন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে।

প্রচলতি যে নিয়ম ছিল এত দিন ধরে কিছুটা পরিবর্তন আসছে। তবে এ নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই । কেননা পরিবর্তিত পরীক্ষার ধরন জানানোর জন্য আগামী ১৮ ও ১৯ অক্টোবর দুই দিন অনুষ্ঠিত হবে প্রস্তুতিমূলক পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, ইতিমধ্যে তাদের কাছে ইমেইল পাঠানো হয়েছে। তবে এই পরীক্ষার জন্য যারা আবেদন করেছেন ও ফর্ম পূরণ করেছেন, তারা সবাই যে পরীক্ষায় অংশ নিতে পারবেন, বিষয়টি সে রকম নয়। যারা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইমেইলে আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। যারা পরীক্ষা দেওয়ার যোগ্য হবেন, তারা পরীক্ষায় অংশ নিলে ১৫০০ ডলার পুরস্কারও পাবেন।

এদিকে গত জুলাই মাসে অনুষ্ঠিত নিউইয়র্ক বার পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবরের শেষ সময়ে। আগামী বার পরীক্ষা হবে ২০২৫ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি। এই পরীক্ষার জন্য চলতি বছরের ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনকারী পরিষেবা পোর্টাল ‘বোলে’ অ্যাকাউন্টের মাধ্যমে বার পরীক্ষার জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে যাদের ‘বোলে’ অ্যাকাউন্ট নেই, তাদের মেনুতে “বোলে’ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করতে নির্দেশাবলি অনুসরণ করতে হবে ।

প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যারা ফেব্রুয়ারি ২০২৫ বার পরীক্ষার জন্য বাসস্থানের অনুরোধ করতে চান, তাদের অবশ্যই ৩১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে সমর্থনকারী ডকুমেন্টেশনসহ পরীক্ষার আবাসনের জন্য আবেদন/পুনরায় আবেদন জমা দিতে হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না। যেসব আবেদনকারীরা জুলাই ২০২৪ নিউইয়র্ক বার পরীক্ষায় অকৃতকার্য হবেন, তাদের পরবর্তী নিউইয়র্ক বার পরীক্ষার জন্য পুনরায় আবেদন করতে জুলাই বার পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে সাত দিন সময় থাকবে। আবেদন জমা দেওয়ার এই বর্ধিত সময়কাল সেই আবেদনকারীদের জন্য প্রযোজ্য নয়, যারা ভুলাই ২০২৪ বার পরীক্ষা থেকে প্রত্যাহার করেছেন বা অনুপস্থিত ছিলেন অথবা জুলাই মাসে অন্য এখতিয়ারে বার পরীক্ষা দিয়ে সফল হননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments