সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারে খাবার দিয়েছেন বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের সিইও এবং প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। তিনি সিলেটসহ দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান এবং সহায়তা দিন। এই সময়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোটা সবার কর্তব্য।
আবু জাফর মাহমুদ আরো বলেন, আপনজনদের দুর্ভোগ মোকাবিলায় আত্মত্যাগের যোগ্যতা একটি বিরল বৈশিষ্ট্য, আল্লাহর বিশেষ পুরস্কার। আমরা এই মহা পুরস্কারের অধিকারী হতে চাই। আমরা জানি, দুর্যোগ-দুর্দশা-বিপদে থাকতে হবে একসাথে। দরদ ও সেবা পরিবার ও সমাজের নিবিড় বন্ধনের প্রধান প্রমাণ। দরদ ও ভালোবাসাহীন কর্মকাণ্ডে মনুষ্যত্ব নেই- কথাটি বিবেচনা করেই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা এটাও জানি, বাঁচতে হলে লড়তে হয়, যে লড়াই বাঁচার লড়াই, সে লড়াইয়ে জিততে হবে।
তিনি বলেন, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ইনক ও অ্যালেগ্রা হোম কেয়ার ইনকের উদ্যোগে আমরা বন্যার্তদের সহায়তা দিচ্ছি। আমরা চাই, সবাই এগিয়ে আসবেন এবং বন্যার্তদের সহায়তা করে তাদের এই বিপদ থেকে রক্ষা করবেন।