জয় বাংলাদেশ : ভারত থেকে আসা পানির তোড়ে বাংলাদেশের ফেনী, নোয়াখালীসহ ৮ জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এরই মধ্যে বন্যায় এই ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪। এখন পর্যন্ত মারা গেছেন দুজন। একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়। গত চারদিনের টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে এসব বাসিন্দারা। শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। লোকজন খাবারের কষ্ট এবং গৃহপালিত পশু নিয়ে খুবই দুর্বিসহ দিনযাপন করছেন।
এ পরিস্থিতিতে আগামী দুই মাসের জন্য নেয়া সকল সমাবেশ ও বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় উদযাপন কর্মসূচিসহ সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস, পিপল আপ।
সংগঠনের প্রেসিডেন্ট স্যার ড. আবু জাফর মাহমুদ এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বন্যা কবলিত জনপদের মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে জরুরি কর্তব্য। তিনি ও তার সেবামুলক প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার, আবু জাফর মাহমুদ ফাউণ্ডেশনসহ সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যার্ত মানুষের পূণর্বাসন সেবায় আত্মনিয়োগ করেছেন। তিনি নিউইয়র্কে সকল বাংলাদেশি প্রতিষ্ঠানকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।