জয় বাংলাদেশ: চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের পরিবারের সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড-এন/বি/আর। এরই মধ্যে এস. আলমের স্ত্রী, ভাইসহ পরিবারের সব সদস্যের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
এনবিআরের কর অঞ্চল-১৫ ব্যাংকসহ ৯১টি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে। গত ১৪ আগস্ট এ চিঠি পাঠানো হয়। নিজ নামে পরিচালিত একাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে এন/বি/আর। এস. আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাঁদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। এছাড়া তাঁদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ।