Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদবাংলাদেশে ৩৮ হাজার ভারতীয় নাগরিকের বসবাস

বাংলাদেশে ৩৮ হাজার ভারতীয় নাগরিকের বসবাস

জয় বাংলাদেশ : বাংলাদেশে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর । বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় সরকার নিজের থেকেই এক বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন। এসব নাগরিকের মধ্যে প্রায় নয় হাজার ছাত্রছাত্রী। অবশ্য শিক্ষার্থীদের সিংহভাগই জুলাই মাসেই হাইকমিশনের পরামর্শে ভারতে ফিরে এসেছেন।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিচ্ছে ভিন্ন তথ্য। ভারত ও চীন থেকে আগত গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বৈধভাবে বসবাস করেন এমন নাগরিকের সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি । এর মধ্যে ভারতীয় নাগরিক আছেন ৩৭ হাজার ৪৬৪ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতীয় ও চীনা যেসব নাগরিক বসবাস করছেন বাংলাদেশে এর মধ্যে বিজনেস ও ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আছেন ১০ হাজার ৪৮৫ জন , কর্মসংস্থান ভিসায় আছেন ১৪ হাজার ৩৯৯ জন, শিক্ষার্থী আছে প্রায় ৭ হাজার,ভ্রমণ ও অন্যান্য ভিসায় আছেন ৭৫ হাজার ৪ জনের বেশি। উল্লেখ্য, ঢাকায় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপ-দূতাবাস রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments