জয় বাংলাদেশ: এরই মধ্যে অতিথিদের তালিকা করে আমন্ত্রণপত্র বিলি-বন্টন শেষ । কথা ছিল উপস্থিত থাকবেন ছয় শত মানুষ । এরই মধ্যে ম্যানহাটানের টাইমস স্কয়ার-সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলে কারা সামনের আসনে বসবেন, কার পিছে বসবেন সে নিয়েও হয়েছে টিকেট বাণিজ্য । কিন্তু শেষমেষ ভেস্তে গেলো নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটে আয়োজিত ডক্টর ইউনূসকে দিতে যাওয়া নাগরিক সংবর্ধনার আয়োজন।
মঙ্গলবার ,বাংলােদশ কনসুলেট জেনারেল মোহাস্মদ নাজমুল হুদা আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি না হলেও এমনটা ইংগিত দিলেন। জানালেন , অন্তবর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসার এ সফর আরো সংক্ষিপ্ত হবার কারনে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ।
এদিকে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র বিএনপি ও নিউইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টার সম্মানে নাগরিক সংবর্ধনা আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও কেউ অনুমতি পাননি।