জয় বাংলাদেশ: প্রেসিডেন্ট বাইডেনের দেয়া হোয়াইট হাউজে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানায়, আগামী বুধবার বেলা এগারোটায় ওভাল অফিসে বৈঠক করবেন বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট।
রীতি অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন বিদায়ী প্রেসিডেন্ট। আলোচনা করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এ রীতি মেনেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
আর এ আমন্ত্রণ গ্রহণ করে বুধবার হোয়াইট হাউজে যাবেন দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই জানিয়েছেন বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের।
এটি স্বাভাবিক রীতি হলেও ক্ষমতা হস্তান্তর সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে বাইডেন একটু দ্রুতই উত্তরসূরি ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
২০২০ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর রীতি অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট বাইডেনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ করেননি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে তাদের মধ্যে কি আলোচনা হবে, তা নিশ্চিত করা না গেলেও বাইডেন ট্রাম্পের সঙ্গে ইউক্রেইন যুদ্ধ নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ব্লুমবার্গের হোয়াইট হাউজ করেসপনডেন্ট আকায়লা গার্ডনার বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সুষ্ঠু ও বিশৃঙ্খলামুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার যে প্রতিশ্রুতি বাইডেন ও কামালা হ্যারিস করেছিলেন তা বাস্তবায়ন করতে দ্রুতই নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছে।’
এছাড়া ২০২০ সালে বাইডেনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ না জানিয়ে ট্রাম্প যে দৃষ্টান্ত গড়েছিলেন তা স্মরণ করিয়ে দিতেই বাইডেন তড়িঘড়ি তাকে আমন্ত্রণ করেছেন বলে মনে করেন গার্ডনার।
রাজনৈতিক বিশ্লেষক পিটার বেকার বলেছেন, ২০২০ সালে ক্যাপিটলে হামলা, বাইডেনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ না জানানো এবং ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডার মার-আ-লাগোয় নিজেকে জনবিচ্ছিন্ন করে রেখে নিজ দলের কাছ থেকেই অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ট্রাম্প।
এছাড়া এতো মামলাও ট্রাম্পকে প্রেসিডেন্টের লড়াই থেকে দূরে সরাতে পারেনি। পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করা, সীমান্ত সুরক্ষিত রাখার মতো প্রতিশ্রুতি দিয়ে দারুণভাবে ট্রাম্প প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছেন বলে মনে করেন বেকার।