Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদভারতে প্রবেশের অভিযোগে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে প্রবেশের অভিযোগে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জয় বাংলাদেশ : পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া চার বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বড়শশী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিজিবি ওই চারজনকে বোদা থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে গত বুধবার দিবাগত রাতে বড়শশী সীমান্ত এলাকা পার হয়ে ভারতে প্রবেশ করায় ভারতের মহাদেব বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই চার বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে। তাঁরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভুল্লী-কাউতাঠি এলাকার নিমাই চন্দ্র বর্মণ (৪২), পীরগঞ্জ উপজেলার থুমানিয়া এলাকার সনাতন রায় (২৮), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর এলাকার পরিতোষ রায় (২১) এবং নীলফামারী জেলার সদর উপজেলার ডুবাছড়ি এলাকার মালিন চন্দ্র রায় (৩৩)।

বিজিবির বড়শশী বিওপি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই চার বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করায় বিএসএফ আটক করেছিল। পরে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে বিএসএফের ফেরত দেওয়া চার ব্যক্তিকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে ওই চার ব্যক্তি ও বিজিবির সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিস্তারিত জানার পর তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments