জয় বাংলাদেশ : মঙ্গলবার সকাল থেকেই কয়েকটি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এ সময় ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধান দুই দলের প্রার্থী কামলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
ভোট শুরুর পর এক এক্স পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা লেখেন, ‘আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।’
অন্যদিকে ভোট শুরুর পর ট্রাম্প এখনো আনুষ্ঠানিক পোস্ট দেননি। তবে ঘণ্টা তিনেক আগে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা একসঙ্গে—আমেরিকাকে আবার মহান করতে পারব!’
উল্লেখ্য, আমেরিকার মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান সামনে রেখে নির্বাচনী লড়াই করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে দেশটির দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো।