জয় বাংলাদেশ : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে আট স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলা মামলার বিচার কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। আর্জেন্টিনার স্থানীয় আদালত বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছে।
মামলার শুনানিতে বলা হয়, আটজন অভিযুক্তের মধ্যে মামলার শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করেন তিন জন । আর্জেন্টাইন সংবাদপত্র লা ন্যাসিয়ন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি ২০২৫ সালের মার্চের ১১ তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার মামলার শুনানি পিছিয়ে দেয়া হল। ২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কের অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছিয়াশির বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা।
তার মৃত্যুর জন্য দায়ী হিসেবে যাদের প্রতি অভিযোগ তোলা হযেছে তাদের মধ্যে আছেন তার ব্যক্তিগত নিউরোসার্জন, ব্যক্তিগত সাইকোলজিস্ট, ব্যক্তিগত সাইক্রিয়াটিস্ট ও নার্স। তাদের প্রত্যেককেই ৮ বছর থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে।