জয় বাংলাদেশ: সীমান্ত পারি দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য দু:সংবাদ । দেশটির দক্ষিণ সীমান্ত অর্থাৎ মেক্সিকো বর্ডার দিয়ে যারা প্রবেশ করতে চেয়েছে এমন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এখন মরিয়া যুক্তরাষ্ট্র । ফিরিয়ে দেয়া হচ্ছে হাজারো অভিবাসীদের।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন ঊর্ধ্বতন অভিবাসন কর্মকর্তা রয়েস মারের সাম্প্রতিক আদালতের ঘোষণা অনুসারে বাইডেনের আদেশের পরে দক্ষিণ সীমান্তে মুখোমুখি হওয়া অভিবাসীদের ডিপোর্টেশন দ্বিগুণেরও বেশি বেড়েছে।
রয়েস মারের মতে, আদেশের বাস্তবায়নের প্রথম দুই মাসে, বিভাগটি প্রতি ১০০টি সীমান্ত এনকাউন্টারে ৬২টি প্রত্যাবাসন পরিচালনা করেছে, যেখানে প্রতি ১০০ এনকাউন্টারে ২৬টি প্রত্যাবাসন হতো। সীমান্ত এলাকাগুলোতে অভিবাসন বন্ধ করার জন্য মেক্সিকোর মাসব্যাপী প্রচারণার পাশাপাশি, কঠোর আশ্রয় নীতিগুলি ডিসেম্বর থেকে অবৈধ সীমান্ত পারাপারে ৭৫ শতাংশ এরও বেশি কমে আসতে ভূমিকা রেখেছে।
হোমল্যান্ড সিকিউরিটির দেয়া তথ্য মতে, ২০২০ সালের পর এই প্রথম এই বছর সীমান্ত ক্রসিং সংখ্যা সবচেয়ে কম। এই ক্রসিংগুলি আগস্টে ৫৪,০০০-এ দাঁড়ালেও চার বছরের সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
গেল ২৯ আগস্ট বৃহস্পতিবার মেক্সিকান এবং আমেরিকান শহর নোগালেসের মধ্যে প্রবেশের একটি বন্দরে অসংখ্য ডিপোর্টেড অভিবাসীদের হতাশা ও দুশ্চিন্তা নিয়ে বসে থাকতে দেখা যায়। পরিবার, বৃদ্ধ ও ছোট শিশুদের নিয়ে তারা মেক্সিকান সরকারি ভবনের স্বেচ্ছাসেবক এবং সরকারি প্রতিনিধিদের সহায়তার জন্য অপেক্ষা করেছিল। জুনের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন অতিরিক্ত চাপযুক্ত ইউএস অ্যাসাইলাম সিস্টেমে প্রবেশাধিকার সীমাবদ্ধ করার জন্য প্রেসিডেন্ট ক্ষমতা আহ্বান করেছিলেন। এর পরই মেক্সিকান সীমান্ত শহরগুলিতে অভিবাসীদের প্রত্যাবর্তন তীব্রভাবে বেড়েছে । প্রতিদিন অসংখ্য ট্রাক, গাড়ি এবং পথচারীরা আইনিভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে, তবে এই জায়গাটিতেই মার্কিন অভিবাসন কর্মকর্তারা মেক্সিকান অভিবাসীদের ডিপোর্ট করছে ।
হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে আসেন কাজ করে দেশে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে। কিন্তু বেআইনিভাবে অ্যারিজোনায় প্রবেশের পরপরই, অনেককেই মার্কিন সীমান্ত এজেন্টদের দ্বারা আটক হয়ে নিজ দেশে ফিরে যেতে হচ্ছে। আমেরিকান কর্মকর্তাদের দ্বারা সতর্ক করা হচ্ছে যে, যদি আবার তারা বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তবে তাদেরকে জেলের মুখোমুখি হতে হবে।
এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের একতরফা পদক্ষেপের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় আইন বাতিল করা হয়েছে এরই মধ্যে। আগে, অভিবাসীরা যারা এ দেশে শারীরিকভাবে উপস্থিত ছিল তারা ডিপোর্টেশন এড়াতে আশ্রয়ের জন্য আবেদন করতে পারতো। কিন্তু বাইডেনের জুনের ঘোষণার অধীনে, যে-সব অভিবাসী আইনি প্রবেশপথের মধ্যে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে তারা সাধারণত আশ্রয়ের অযোগ্য বলে বিবেচিত হয়। অভিবাসীরা রিপোর্টেড হলে এবং নিজ দেশে ফিরে গেলে তারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে কিনা, তা জিজ্ঞাসা করা হতো এবং ইন্টারভিউ নেয়া হতো মার্কিন অভিবাসন কর্মকর্তাদের মাধ্যমে । কিন্তু সংশোধিত নিয়ম কর্মকর্তাদের মেক্সিকো, সেন্ট্রাল আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে অভিবাসীদের আরও দ্রুত ডিপোর্ট অনুমতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন বিশ্লেষকরা মনে করেন , এমন কড়া নিয়ম সীমান্তগুলোতে জারি থাকলে অবৈধ অভিবাসন কমবে যুক্তরাষ্ট্রে , যা ইতিবাচক।