Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকরাশিয়া ন্যায্য দাবি ছাড়বে না: পুতিন

রাশিয়া ন্যায্য দাবি ছাড়বে না: পুতিন

নতুন বছরের ভাষণে প্রেসিডেন্ট পুতিন বললেন, রাশিয়ার সেনা ন্যায়ের জন্য লড়ছে। রাশিয়া তাদের ন্যায্য দাবি ছাড়বে না।

পুতিন বলেছেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি যে, আমরা অত্যন্ত কঠিন কাজ করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, আমরা পিছিয়ে আসি না, কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। ২০২৪ আমাদের পরিবারের বছর হবে।’

পুতিন জানিয়েছেন, ‘যারা লড়াইয়ের ময়দানে কাজে আছেন, তারা ন্যায় ও সত্য়ের জন্য লড়ছেন। আপনারা আমাদের হিরো। আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের জন্য গর্বিত। আমরা সবসময় আপনাদের সাহসকে কুর্নিশ করি।’

টেলিভিশনে এই ভাষণ প্রচারিত হয়েছে রাশিয়ার ১১টি টাইমজোনে যখন ঠিক মধ্যরাত্রি হয়েছে, তখন। সোভিয়েত আমলে ব্রেজনেভ এই রীতি চালু করেছিলেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনের দুইশর বেশি সেনাকে রশিয়ার আদালত শাস্তি দিয়েছে।

ল্যাভরভ সংবাদসংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লড়াইয়ের সময় বাড়াবাড়ি করার জন্য ইউক্রেনের সেনাদের দীর্ঘ কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। নয়শর মতো ইউক্রেনের সেনার বিরুদ্ধে চার হাজার ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।’

ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিয়োগ করেছে, যুদ্ধের সময় তাদের সেনা অত্যাচার করেছে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে এক লাখ ২১ হাজার অভিযোগ দায়ের করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, রাশিয়া যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন ভেঙেছে।

খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার রাতে খারকিভে দুইটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। এর ফলে ২৬ জন আহত হয়েছেন। জর্মানির সরকারি ব্রডকাস্টার জেডভিএফের এক টিভি কর্মীও আহত হয়েছেন। তিনি যে হোটেলে ছিলেন, সেখানেই ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

খারকিভের সিটি সেন্টারে একটি বাড়িসহ অনেকগুলো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শহরের মেয়র জানিয়েছেন। আহতদের মধ্যে দুইটি শিশু ও একজন ব্রিটিশ সাংবাদিকও আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments