Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদরেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক-অমানবিক: জিএম কাদের

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক-অমানবিক: জিএম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুন। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যহত হচ্ছে। এমন বাস্তবতায়, রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।

রেয়াত তুলে দেওয়ায় ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত রেলের ভাড়া বাড়ার প্রতিবাদে এক বিবৃতিতে শনিবার (৪ মে) এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘রেল হলো গরীব-দুঃখী ও সাধারণ মানুষের বাহন। ভাড়া অপেক্ষাকৃত সস্তা এবং নিরাপদ। এই মুহূর্তে রেলের ভাড়া বৃদ্ধি গরীব-দুঃখী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’

এসময় তিনি পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহবান জানান।

এতদিন ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে গেলে তার ভাড়ার ক্ষেত্রে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ ছাড় পেতেন রেলের যাত্রীরা। আজ শনিবার থেকে রেলযাত্রায় এই রেয়াতি সুবিধা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments