যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ দিন হলো সুপার টুয়েসডে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাইপ্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দিন এটি। সুপার টুয়েসডে শেষে প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে রয়েছেন। আগামী নির্বাচনে দুজনেই হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী বিষয়টা অনেকটাই অনুমেয় হয়ে দাঁড়িয়েছে।
বুধবার রিপাবলিকান দলের প্রার্থী নিকি হ্যালি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে আসার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন আগামী নির্বাচনে দলটির প্রার্থী। এদিকে বাইডেনের নেই কোনো শক্ত দলীয় প্রতিদ্বন্দ্বী। সুপার টুয়েসডেতে তিনি শুধু একজনের কাছে হেরেছেন। তাতে তার প্রার্থী হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান মনোনয়ন জিতবেন ও নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন।
নিকি হ্যালি স্থানীয় সময় সকাল ১০টায় তার পরিকল্পনা নিয়ে ভাষণ দেবেন। সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভাষণে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জোগানোর জন্য ভোটারদের অনুরোধ করবেন।
১৫টি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনের মধ্যে ট্রাম্প জিতেছেন ১৪টিতে। হেরেছেন মাত্র একটিতে। আর এই আসনেই জয় পেয়েছেন নিকি হ্যালি। এদিকে ডেমোক্রেট থেকে বাইডেনও ১৪টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে নিজ দলেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাই আর ককাসে জয় নিয়ে আসতে হয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য। অঙ্গরাজ্যগুলোতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধিত ভোটাররা নিজ দলের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরপরই দলের সম্মেলনে বিজয়ী প্রার্থী দলের মনোনয়ন পান।
সুপার টুয়েসডেতে একসঙ্গে এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে ভোট হয়। এদিন যিনি সবচেয়ে বেশি প্রাথমিক বাছাইয়ে জয় পাবেন, দলীয় মনোনয়নে তিনিই শেষ হাসি হাসবেন, এটা প্রায় নিশ্চিত। একই সঙ্গে বিশেষ এই দিনে মার্কিন পার্লামেন্টের দুই কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) সম্ভাব্য প্রার্থীদেরও প্রাথমিক বাছাইয়ে ভোটের মুখোমুখি হতে হয়।
এবারের নির্বাচনে একে তো ডেমোক্রেটিক দল থেকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হয়নি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই দলীয় প্রার্থী হিসেবে বাইডেন নভেম্বরের নির্বাচনে লড়ছেন, সেটা প্রায় নিশ্চিত। আর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আরও নিশ্চত হওয়া গেলো।
হ্যালি শক্তিশালী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী থাকলেও ট্রাম্পের জন্য কোনো গুরুতর হুমকি সৃষ্টি করেননি। সাবেক এই প্রেসিডেন্টের নামে একাধিক অপরাধমূলক অভিযোগ থাকা সত্ত্বেও দলটির ভিত্তির ওপর শক্ত প্রভাব রয়েছে তার।
এর আগে পরপর দুইবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ঘটনা ঘটেছিল ১৯৫৬ সালে। তবে আমেরিকানরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। মতামত জরিপ বলছে, বাইডেন ও ট্রাম্প উভয়ই ভোটারদের পছন্দের তালিকায় কম রেটিং পেয়েছে। অর্থাৎ অধিকাংশ ভোটারই চায় না তারা পুনরায় নির্বাচনে প্রার্থীতা করুক।