জয় বাংলাদেশ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক শুরু হবে আগামী শনিবার। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে এক বিফ্রিংয়ে এমনটাই জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দুইদফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। তাই আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া হবে
শফিকুল আলম বলেছেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই আলোচনায় ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে। এ ছাড়া বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তারা আশা করছেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কমিশন গঠন করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর কমিশন গঠন নির্ভর করছে না বলেও জানিয়েছেন তিনি।