Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদশিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া

জেবি টিভি রিপোর্ট : বাংলাদেশের সব মহানগরে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম আজ এক সেমিনারে এ ঘোষণা দেন।
সেমিনারে তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে। ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।

গত মাসে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সাইফুল আলম। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে ৩টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো—
১. ২৪ সেপ্টেম্বর থেকে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন কার্যকর হবে।
২. হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
৩. এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রো এলাকায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং সড়ক পরিবহন খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে গত ২১ আগস্ট ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এবং নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সঙ্গে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এত বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলেন যে বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন (শুক্রবার-শনিবার ছাড়া) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে। যা এখনও বলবৎ আছে। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments