Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজশিক্ষার্থীদের বিনামূল্যে ওমনি কার্ড ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি : ব্যবস্থা নিচ্ছে এমটিএ

শিক্ষার্থীদের বিনামূল্যে ওমনি কার্ড ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি : ব্যবস্থা নিচ্ছে এমটিএ

জয় বাংলাদেশ : চলতি শিক্ষাবর্ষের জন্য নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এমএনওয়াই (ওমনি) কার্ড দেদারচ্ছে বিক্রি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে। এরই মধ্যে বেশ কয়েকটি চক্র এই ওমনি কার্ডগুলো নিয়ে ব্যবসা শুরু করেছে রীতিমতো। আর এটি টের পেয়ে এবার নিউইয়র্ক সিটির অফিসিয়ালরা তাদের এই ব্যবসায়ীক পরিকল্পনা ভেস্তে দেবার পদক্ষেপ নিয়েছে।

ফেসবুকের মার্কেটপ্লেসে বিক্রির জন্য ওমনি’র কার্ডগুলোর যে প্রচারণা তাতে লেখা পুরো বছরে প্রতিদিন চারটি ফ্রি রাইডের জন্য ভালো এবং এটি ক্রয় করতে হলে ক্রেতাদের খরচ করতে হবে ২২৫ ডলার । এদিকে , নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো বছরের শুরুতে এই কার্ডগুলো বিতরণ করেছিল।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে, শিক্ষার্থীরা তাদের কার্ডগুলো ১,৫০০ ডলার পর্যন্ত বিক্রির জন্য তালিকাভুক্ত করেছিল বলে আরেক তদন্তে বেরিয়ে এসেছিল। এখন, স্কুল ও ট্রানজিট অফিসিয়ালরা এই কেনাকাটার উৎসব বন্ধ করছে।

এমটিএ-এর একজন মুখপাত্র বলেছেন, স্কুলে বিতরণ করা কয়েক লক্ষ কার্ডের মধ্যে অল্প কিছু স্টুডেন্ট ওমনি কার্ড ইন্টারনেটে দেখা যাচ্ছে, যা নিষ্ক্রিয় করা হচ্ছে, অর্থাৎ তাদের মূল্য শূন্য। সুতরাং ক্রেতাদের সাবধান হবার সময় এসেছে এখন।

এরই মধ্যে এমটিএর অনুরোধে ফেসবুক এবং ইবে এই তালিকাগুলো সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন এমটিএ এজেন্সির একজন মুখপাত্র ।

বুধবারেও , ফেসবুক মার্কেটপ্লেসে ডজনখানেক স্টুডেন্ট ওমনি কার্ডের তালিকা সক্রিয় ছিল, যেখানে ছাড়, নমনীয় দাম এবং প্রকাশ্য হস্তান্তরের প্রস্তাব দেওয়া হচ্ছিল। একজন বিক্রেতা ১৫টি স্টুডেন্ট কার্ড ৪০ ডলারে করে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে, যা তালিকা অনুযায়ী “সবচেয়ে সস্তা মূল্য!”। যেখানে লেখা “কেউ বা আপনি যদি প্রতিদিন ট্রেন/বাস ব্যবহার করেন, তাহলে এটি নিখুঁত উপহার,” বিজ্ঞাপনে লেখা হয়েছে। বুধবার অনেক তালিকা সরিয়ে নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলস-এর একজন মুখপাত্র বলেছেন, বিভাগটি বিক্রির বিষয়টি তদন্ত করছে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে ওমনি কার্ড ব্যবহার করার প্রত্যাশা করছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments