জয় বাংলাদেশ : বৈদ্যুতিক গাড়ির চার্জার স্থাপনে সহায়তার জন্য নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ৫.৫ মিলিয়ন ডলারের মঞ্জুরির ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ বিভাগের ‘মিউনিসিপ্যাল জিরো-ইমিশন ভেহিক্যাল ইনফ্রাস্টাকচার গ্রান্টস’ কর্মসূচির অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হচ্ছে।
ক্লাইমেট লিডারশিপ অ্যান্ড কমিউনিটি প্রটেক্টশন অ্যাক্টের আওতায় গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর রাজ্যের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য ‘ক্লিন ট্রান্সপোরটেশন’ উদ্যোগের প্রতি নিউ ইয়র্ক অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।
গভর্নর হোকুল বলেন, ‘নিউইয়র্ক আরো বিশুদ্ধ, আরো স্বাস্থ্যকর, আরো ভালো পরিবহন ভবিষ্যতের জন্য পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ির অবকাঠামোতে আমাদের টেকসই বিনিয়োগ আরো গাড়িচালককে ইভি ব্যবহার করতে উৎসাহিত করবে। এতে করে আরো সবুজ পরিবহন ব্যবস্থা গড়ে ওঠবে। আর তা জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে।
নিউইয়র্কের পরিবেশ সংরক্ষণ কমিশনার সিন মাহার বলেছেন, গভর্নর আরো বিশুদ্ধ, আরো সবুজ নিশ্চিত করার কাজে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় আমাদের জলবায়ু লক্ষ্য পূরণে সহায়ক হচ্ছে। আরো পরিবেশসম্মত গাড়ি প্রচলনে কার্যকর ভূমিকা রাখবে।
রাজ্য সিনেটর পিটার হারকহ্যাম বলেন, ‘আমাদের পরিবহন খাত হলো জলবায়ু এবং নিউ ইয়র্কের বায়ু দূষণের অন্যতম উৎস। নতুন উদ্যোগ নির্গমনমুক্ত ভবিষ্যৎ গড়ার কাজ বেগবান করবে। আরো আরো সহজে শ্বাস নিতে পারব। রাজ্য ও স্থানীয় সরকার কিভাবে একসাথে কাজ করতে পারে, পরিবেশকে আরো বিশুদ্ধ করতে পারে, তার একটি নজির হলো এই উদ্যোগ।’